বিবাদে জড়ানো বাংলাদেশ-ভারতের ৫ ক্রিকেটারকে শাস্তি

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৮:৩২ এএম
যুব বিশ্বকাপের ফাইনালের পর বিবাদে জড়িয়ে পড়ে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা। ফাইল ছবি।

ঢাকা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা বিবাদে জড়িয়েছিলেন। বিবাদে জড়ানোর ছবি গোটা ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে আইসিসিও বসে থাকেনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থাটি ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশ ও ভারতের পাঁচ জন ক্রিকেটারকে দোষি সাব্যস্ত করে শাস্তি দিয়েছে।

দোষি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশেরই রয়েছেন তিন জন। এঁরা হলেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। ভারতের দুজন হলেন আকাশ সিং ও রবি বিঞ্চু। আইসিসি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ফাইনালের পর দুদেশের যুবারা বিবাদে জড়িয়ে ভেঙে ফেলেন আইসিসির কোড অফ কন্ডাক্ট-এর ২.২১ ধারা। এই ধারায় শাস্তি পেয়েছেন ভারত-বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

শাস্তিপ্রাপ্ত বাংলাদেশি ক্রিকেটারেদের মধ্যে তৌহিদ হৃদয় ১০, শামীম ৮ ও রাকিবুল ৪টি ওয়ানডে, টি-টোয়েন্টি, অনুর্ধ্ব ১৯ বা ‘এ’ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না। ভারতের আকাশ ও বিঞ্চু যথাক্রমে খেলতে পারবেন না ৮ ও ৫ টি করে ম্যাচ।

ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের এই শাস্তিতে দোষী পাঁচ ক্রিকেটারই সম্মতি দিয়েছেন। তবে ভারতের রবি বিষ্ণুকে বেশি মাত্রায় বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে অতিরিক্ত হিসেবে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে বাংলাদেশের তৌহিদ হৃদয় ৬ ডিমেরিট, শামীম হোসেন ৬ ডিমেরিট ও রাকিবুল হাসান ৫ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ক্রিকেটারেদের এই শাস্তি পরবর্তী সিনিয়র বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ থেকেই কার্যকর হবে।

আগামীনিউজ/রবিউল/জাকিউল