ঢাকা : প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দিয়েছে হৃদয়, আকবর, ইমনরা। জুনিয়র টাইগারদের এই বিজয় উদযাপন করতে গণসংবর্ধনার আয়োজন করছে সরকার। সোমবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রীসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
টাইগার যুবাদের অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, ‘আজকে ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত হয়েছে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিজয়কে সেলিব্রেট করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে গণসংবর্ধনা দেওয়া হবে।’
উল্লেখ্য, রবিবার (৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে চারবারের শিরোপা জয়ীদের বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা।
আগামীনিউজ/জাকিউল