আকবরদের প্রশংসায় বিশ্ব গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১০, ২০২০, ১২:৫৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করেছে লাল সবুজ দলের যুবারা। ভারতকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করল জুনিয়র টাইগাররা। ঐতিহাসিক এই অর্জনে বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন আকবর-ইমনরা। 

যে কোনো পর্যায়ের বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম শিরোপা জয়। ছোটদের এই টুর্নামেন্টে একবারও হারেনি তারা। একেবারে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আকবর আলীর দল। বিশ্বের খ্যাতনামা সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে বাংলাদেশের যুবাদের বিশ্ব জয়ের খবর। প্রশংসায় ভাসাচ্ছে সাবেক বর্তমান ক্রিকেটাররা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল। আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করল।  

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ভারতের এনডিটিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল। 

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

শুধু তাই নয় টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। ইয়ন বিশপ টুইটারে লেখেন, এটি অসাধারণ ফাইনাল হয়েছে। দুই দলই অসাধারণ খেলেছে। কিছু বোলিং আজ তীব্র এবং পরিপক্ক ছিল। অভিনন্দন বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ জেতার জন্য। তারা এটার উপযুক্ত।

শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা লেখেন, অসাধারণ জয় বাংলাদেশ দলের। অসাধারণ আবেগ, প্রতিভা এবং প্রস্তুতি। সাবাশ। 

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল টুইটারে লেখে, বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ এর জয়জয়কারের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা কোচ টম মুডি টুইটে লিখেছেন, অসাধারণ মুহূর্ত। জয়টা তাদের প্রাপ্য ছিল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান র‍য়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিজস্ব টুইটার থেকে শুভেচ্ছা জানিয়েছে। 

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে চারবারের শিরোপা জয়ীদের বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। 

আগামীনিউজ/জাকিউল