নাসিমের হ্যাটট্রিকে পথ হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৭:১৫ পিএম
হ্যাটট্রিক করে বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছেন নাসিম শাহ। ছবি: ক্রিকইনফো।

ঢাকা: দারুনভাবেই বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তারা দুজন সেট হয়ে গিয়েছিলেন। সবাই ধরে নিয়েছিলেন তৃতীয় দিনটা এই দুজন পার করে দেবেন। কিন্তু এক ওভারেই বাংলাদেশের দিনটা নষ্ট করে দিলেন পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ।
৪১তম ওভারে এসে হ্যাটট্রিক করে ফেললেন তিনি। সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন নাসিম। অলক কাপালির রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়লেন এই তরুণ। ২০০৩ সালে মুলতানে এই পাকিস্তান সফরে মুলতান টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক।
৪১তম ওভারের চতুর্থ বলটি নাজমুল হোসেন শান্তর  প্যাডে আঘাত হানে। পাকিস্তানিদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও অধিনায়ক আজহার আলী রিভিউ নেন। রিভিউ নিয়ে ৩৮ রানে অপরাজিত নাজমুলকে প্যাভিলিয়নে পাঠায় পাকিস্তান।
দিনের শেষ বেলা বলেই নাজমুলের আউটে নাইটওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলামকে মাঠে নামায় বাংলাদেশ। কিন্তু আরেকবার তাইজুলের প্যাড খুঁজে নেন নাসিম। নাসিমকে এবার আবেদনও করতে হয়নি। আম্পায়ার নাইজল লং আঙ্গুল তোলেন সরাসরি।
হ্যাটট্রিক বল সামাল দেওয়ার জন্য যোগ্য ব্যক্তিই ক্রিজে ছিলেন। কিন্তু অভিজ্ঞ মাহমুদউল্লাহ হ্যাটট্রিক বল সামাল দিতে এসে খেললেন ভুল শট। ফুল লেংথের বলটি ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে। হারিস সোহেল ক্যাচটি লুফে নিতে ভুল করেননি। ব্যস, হ্যাটট্রিক হয়ে গেল নাসিম।

অলৌকিক কিছু ঘটলেই এই টেস্ট বাঁচাতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে আছে। বাকি ৪ উইকেট নিয়ে চতুর্থ দিনে কত রান যোগ করতে পারে এখন সেটাই দেখার। এখনো বাংলাদেশ ৮৬ রানে পিছিয়ে রয়েছে। লিটন দাস উইকেটে আছেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে। এখনো তিনি রানের খাতাই খুলতে পারেননি। তাঁর সঙ্গী অধিনায়ক মুমিনুল হক ৩৭ রানে অপরাজিত। এই জুটিই আসলে ভরসা। তার আগে তামিম ইকবাল ৩৪ এবং সাইফ হাসান ১৬ রান করতে পেরেছিলেন। ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন নাসিম শাহ। ২ উইকেট শিকার করেছেন ইয়াসির শাহ।

আগামীনিউজ/রবিউল/জাকিউল