যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন দেখতে চায় পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২০, ১১:৫৬ এএম
ছবি সংগৃহীত

ঢাকা : দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। যে কোনো পর্যায়ের বিশ্বকাপে এটিই টাইগারদের সেরা সাফল্য। এবার সুযোগ আরো এগিয়ে যাবারা। সেই লক্ষ্যে রবিবার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল সবুজ দলের যুবারা। বিশ্ব সেরার সেই লড়াইয়ে বাংলাদেশের হাতে শিরোপা দেখতে চায় পাকিস্তান।   
 
গেল বৃহস্পতিবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা। সেমিফাইনাল জয়ী বাংলাদেশ যুব দলের ছবি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তানের। ১৭৪ জনেরও বেশি কমেন্ট ও ৯৩ জন শেয়ার করেছে সেই ছবি। 

পাঞ্জাবের ওসমান মানি লিখেছেন, ফাইনালে ওঠার জন্য বাংলাদেশ দলকে ধন্যবাদ। লাহোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাসুদ মাজহারী লিখেছেন, বাংলাদেশ যুব দলকে অভিনন্দন, বেঙ্গল টাইগাররা ফাইনালে ভালো খেলবে ইনশাআল্লাহ। করাচির সৈয়দ গাজী লেখেন, বেস্ট অব লাক বাংলাদেশি ভাইরা।

এদিকে নিজের অফিশিয়াল টুইটারে উইন্ডিজ কিংবদন্তি ইয়ন বিশপ লিখেছেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর এই দলটির পারফরম্যান্সে আমি খুব মুগ্ধ। অসাধারণ বোলিং দক্ষতা। হৃদয় ও মাহমুদুল হাসানের ব্যাটিং পরিপক্কতা, সচেতনতা এবং শৃঙ্খলায় এই দলটির জয় এনে দিয়েছে। এটি বাংলাদেশ ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।’

আগামীনিউজ/জাকিউল