ঢাকা: রাওয়ালপিন্ডিতে তাঁরও টেস্ট খেলার কথা ছিল। কিন্তু ফিটনেসের অভাবে বাদ পড়ে যান। সেই ঘটনা তাসকিন আহমেদের মনে জেদ ধরে দিয়েছিল। সেটাই তিনি দেখালেন বিসিএলের দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে। একাই তুলে নিলেন ৫ উইকেট। তাসকিনের আগুনে বোলিংয়ের সামনে পড়ে মধ্যাঞ্চল ১৭০ রানেই গুটিয়ে গিয়েছে। প্রথম দিন শেষে উত্তরাঞ্চল ৩ উইকেটে ৮৯ রান তুলেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং নিয়ে প্রতিপক্ষ চাপে ফেলার কাজের শুরুটা করেন সালাহউদ্দিন শাকিল। মোহাম্মদ নাঈমকে ফিরিয়ে দেন খালি হাতে। এরপরই তোপ দাগেন তাসকিন। মাত্র ৮ রানেই মধ্যাঞ্চলের পড়ে যায় ৪ উইকেট। এক রকিবুল হাসান ছাড়া আর কোন ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। পঞ্চম উইকেটে শুভাগত হোমের সঙ্গে তার করা ৪৭ রানের জুটিটিই ইনিংসে সর্বোচ্চ। ফলে ১৭০ রানেই গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন রকিবুল। ১২৭ বলের ইনিংসটি সাজান ১০টি বাউন্ডারি দিয়ে। ৫৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তাসকিন। ৩৫ রান দিয়ে শাকিল পেয়েছেন ২টি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই উত্তরাঞ্চলও। যদিও তাদের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার রনি তালুকদার ও জুনায়েদ সিদ্দিকি গড়েন ৬৯ রানের জুটি। এরপর স্কোরবোর্ডে ১০ রান যোগ করতে ৩টি উইকেট হারালে চাপে পড়ে যায় উত্তরাঞ্চল। দিনশেষে ৩ উইকেটে ৮৯ রান তুলেছে তারা। নাঈম ইসলাম ১৮ ও মুশফিকুর রহিম ১ রানে ব্যাট করছেন।
আগামীনিউজ/আরবি/জেডআই