ঢাকা: একই ভাগ্য বরণ করতে হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। কোপা দেল রের সেমিফাইনাল থেকে দুদলই বাদ পড়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অ্যাতলেতিকো বিলবাওয়ের মাঠে লিওনেল মেসির দল হেরেছে ০-১ গোলে। অন্যদিকে, রিয়াল হেরেছে ঘরের মাঠে রিয়াল সোসিয়াদের কাছে ৩-৪ ব্যবধানে।
এই হারে বার্সা ও রিয়ালের দৌড় থেমে গেল সেমিফাইনাল থেকে। পক্ষান্তরে জায়ান্ট এই দুদলকে টেক্কা দিয়ে ফাইনালে উঠে গেল বিলবাও ও রিয়েল সোসিয়েদাদ সেমিফাইনালে পৌঁছে গেল। সান ম্যামসে বার্সার ম্যাচে ৯৩ মিনিটে জয়সূচক নাটকীয় গোল করেছিলেন ইনাকি উইলিয়ামস। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ও রিয়েল সোসিয়েদাদের ম্যাচটি হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
রিয়েল সোসিয়েদাদের পক্ষে ম্যাচের ২২ মিনিটে মার্টিন ওদেগার, ৫৪ ও ৫৬ মিনিটে আলেক্সান্ডার ইসাক ও ৫৯ মিনিটে মিকেল মেরিনো গোল চারটি করেন। অন্যদিকে ৫৯ মিনিটে মার্সেলো, রদ্রিগো ৮১ মিনিটে ও অতিরিক্ত সময় ৯৩ মিনিটে নাচো একটি করে গোল করে রিয়ালের হারের ব্যবধান কমান।
এমনিতে বার্সার অন্দরমহলে দ্বন্দ্বের আভাস চারদিক ছড়িয়ে পড়েছে। স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে লেগেছে স্বয়ং লিওনেল মেসির। তারওপর এই হার বার্সার সংকট নতুন করে সৃষ্টি করতে পারে। শোনা যাচ্ছে, মেসি নাকি বার্সেলোনা ছাড়তে পারেন।
আগামীনিউজ/আরবি/জেডআই