পাকিস্তানে হাসবে তামিম-মুমিনুলের ব্যাট?

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২০, ০৬:১১ পিএম
ফাইল ছবি

ঢাকা : এক যুগেরও বেশি সময় পর টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে বিসিএলে দাপুটে ক্রিকেট খেলে নিজেদের প্রস্তুতি সেরেছে টিম টাইগার। পাকিস্তানে সেটি কাজে লাগাতে পারবেন তামিম ইকবাল আর মুমিনুল হকরা?

বুধবার ভোরে দ্বিতীয় ধাপে টেস্ট খেলতে পাকিস্তানে পৌছায় বাংলাদেশ দল। আগেরবার ভাড়া করা বিশেষ বিমানে গেলেও এবার কাতার এয়ারওয়েজে দোহা হয়ে ইসলামাবাদে পা রাখেন মুমিনুল-তামিমরা। এরপর কড়া নিরাপত্তায় টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছে সফরকারিরা। 

পাকিস্তানের পৌঁছানোর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলেছে টেস্ট দলে থাকা খেলোয়াড়রা। সেখানেই নিজেদের অনুশীলন সেড়ে নেয় টাইগাররা। নিজেকে ভালোভাবে ঝালিয়েছেন ওপেনার তামিম ইকবাল। মধ্যাঞ্চলের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ৪২৬ বলের ইনিংসে ৪২টি চার ও ৩টি ছক্কা ছিলো। ৫৮৫ মিনিট ব্যাট করেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে লংগার ভার্সনে ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম। 

তামিম ট্রিপল সেঞ্চুরি হাঁকালেও, সেঞ্চুরি দিয়ে নিজেদের অনুশীলন সাড়েন অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুল ১১১, লিটন অপরাজিত ১০৩ ও মাহমুদউল্লাহ ৭০ বলে অপরাজিত ১০০ রান করেন। 

তামিম-মুমিনুলদের এমন পারফরমেন্সের পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন কোচ রাসেল ডোমিঙ্গো, ‘আমাদের টেস্ট জিততে হবে এবং সেটি বাংলাদেশের বাইরে। আমরা যদি বাস্তববাদী হই, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে জয় পাওয়াটা অসম্ভব কিছু হবে না। টেস্টে আমাদের র‌্যাংকিং দশ। কিন্তু আমরা বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই। যদি সেটি করা যায়, তবে দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদেশের মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

পাকিস্তানে যাওয়ার আগে পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘এটি মোটেও আদর্শ নয়। আপনি সব সময় চাইবেন, টেস্ট খেলার জন্য অন্তত সাত থেকে আট দিন আগে ঐ শহরে পৌঁঁছাতে। সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং অন্তত কয়েকদিন অনুশীলনও করবেন। আমরা এবারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলেদের ওখানে গিয়ে অনুশীলন করেই মাঠে নামতে হবে। তাই এটি মোটেও ভালো প্রস্তুতি নয়।’

তবে পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন ডোমিঙ্গো, ‘আমরা টেস্টে খুব ভালো খেলিনা। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। পাকিস্তানকে চাপে রাখতে পারবো। তবে কাজটি কঠিন। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত নভেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তাই টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অ্যাকাউন্টে কোন পয়েন্ট এখনো জমা পড়েনি।

এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৯টিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র ড্র’টি ছিলো খুলনায় তামিম-ইমরুলের ব্যাটিং দৃঢ়তায়।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

আগামীনিউজ/জাকিউল