বিকালে মালদ্বীপের ক্লাবের মুখোমুখি আবাহনী 

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২০, ১২:৪৪ পিএম
ছবি : বাফুফে

ঢাকা : এএফসি কাপের প্রাক বাছাইপর্বে মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও মালদ্বীপের দুই ক্লাবের লড়াই।  

আগেরবার এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ঢাকা আবাহনী। তবে এই মৌসুমে তাদের মিশন ভিন্ন। নকআউট পর্বে খেলার লক্ষ্যে প্রাক-বাছাইপর্বে অংশ নিতে হচ্ছে তাদেরকে। অথচ গতবার সরাসরি ওই পর্বে অংশগ্রহনের সুযোগ পেয়েছিল ছয় বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ইতিপুর্বে টানা তিনবার গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়েছে আবাহনী। তবে একবারই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এবার বিপিএলে বসুন্ধরা কিংসের কাছে শিরোপা হাতছাড়া করায় প্রাক-বাছাই পর্বে খেলতে হচ্ছে আবাহনীকে।

প্রাক-বাছাই পর্ব শুভ সূচনা করতে চায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। শুনুন আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমোসের মুখে, ‘আমরা অবশ্যই ভাল সুচনা করতে চাই। এই ম্যাচের জন্য আমাদের দীর্ঘদিনের প্রস্তুতি রয়েছে। তাই জয়ের ব্যাপারে আমি দৃঢ় ভাবে আশাবাদী।’

এই মুহুর্তে দলে কে আছেন আর কে নেই, সেটি বিবেচনায় না নিয়ে মারিও লেমোস আশা করছেন তার শিষ্যরা জয়ের জন্য শেষ মিনিট পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে।

তবে মালদ্বীপের ক্লাবটির প্রতি সম্মান জানিয়ে মারিও বলেন, মাজিয়া অবশ্যই শক্তিশালী দল। তারা অবশ্যই সম্মান পাবার যোগ্য। তবে আমরাও এই টুর্নামেন্টের শক্তিশালী দল। পরের ম্যাচটি হবে তাদের হোম ভেন্যুতে। তাই এখানে কোন রকম ভুলত্রুটি হলে দ্বিতীয় ম্যাচে সেটি সুধরে নেয়ার সুযোগ রয়েছে।

আবাহনীর অধিনায়ক নবীব নেওয়াজ জীবন বলেন, ‌‘এএফসি কাপের জন্য তাদের প্রস্তুতি ভাল হয়েছে। আগের মৌসুমেও দল ভাল করেছে, যেটি এবার তাদের অনুপ্রানীত করবে। কোচ তার কাছ থেকে বেশী কিছু প্রত্যাশ করছেন উল্লেখ করে জীবন বলেন, কোচের প্রত্যাশা পুরনের জন্য এটিই তার জন্য উপযুক্ত সময়।’

আগামী ১২ ফেব্রুয়ারি মালদ্বীপে স্বাগতিক মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলবে ঢাকা আবাহনী লিমিটেড।

আগামীনিউজ/জেডআই