ভারতের বিপক্ষে টস জিতল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২০, ০২:৩২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চকর উত্তেজনা। সেই উত্তেজনার পারদে বিভক্ত হয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্ব। দীর্ঘদিন পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট দ্বৈরথ উপভোগ করার সুযোগ পেলেন ক্রিকেটপ্রেমীরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই দেশের যুবারা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট করতে নেমেছে পাক যুবারা।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক রোহিল নাজির। টস জিতে নাজির জানান, সেমিফাইনালের মতো বড় মঞ্চে স্কোর বোর্ডে বড় রান তুলে ভারতকে চাপে ফেলাই তাদের লক্ষ্য।

এদিকে ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ জানান, টস হেরেও আগে বোলিং করার সুযোগ পেয়ে তিনি খুশি।  দু’দলই তাদের কোয়ার্টার ফাইনালের উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামে সেমিফাইনালে।  

ভারতীয় একাদশ : প্রিয়ম গর্গ (অধিনায়ক), যশস্বী জসওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, সিদ্ধেশ বীর, অথর্ব আনকোলেকর, রবি বিশনোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং।

পাকিস্তান একাদশ : রোহিল নাজির (অধিনায়ক), হায়দার আলি, মোহাম্মদ হুরাইরা, ফায়াদ মুনির, কাসিম আকরাম, মোহম্মদ হারিস, ইরফান খান, আব্বাস আফ্রিদি, তাহির হুসেন, আমির আলি, মোহম্মদ আমির খান।

 আগামীনিউজ/জেডআই/এনএনআর