তামিমের ইনিংসটা অসাধারণ : বাশার

ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২০, ০১:১৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : গেল বছরের দুঃসময় পেরিয়ে নতুন বছরে ধীরে ধীরে স্বমহিমায় ফিরতে শুরু করেছেন তামিম ইকবাল। বিপিএলের পর পাকিস্তান ঘুরে বিসিএলে ব্যাট হাতে জ্বলে উঠেছেন জাতীয় দলের এই ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ড্যাশিং এই ব্যাটসম্যান। তামিমের দুর্দান্ত এই ইনিংসের প্রশংসা করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বলেন, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। তার ব্যাটিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল এই ম্যাচে, আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। ব্যাট করার আগ্রহটা। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের ঘরোয়াতে আসলে লম্বা সময় ব্যাট করার প্যাশনটা থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরো কঠিন।’

হাবিবুল বলেন, ‘প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। সে যেভাবে ব্যাট করেছে এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে। অবশ্যই ৩০০-এর বেশি করা অনেক বড় ব্যাপার। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে যত সময় নিয়ে ব্যাট করেছে সেটা। এতক্ষণ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে। কিন্তু ওর যে আগ্রহটা এতক্ষণ ব্যাট করার আমার কাছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

উল্লেখ্য, রকিবুল হাসানের পর দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন তামিম। ২০০৭ সালের ২১ মার্চ ফতুল্লা স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল। এক যুগেরও বেশি সময় পর বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে সেই রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল।

সাঙ্গাকারাকেও ছাড়িয়ে যান তামিম। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কান এই কিংবদন্তি। এতদিন বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রবিবার  শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ককেও ছাড়িয়ে গেলেন তামিম।

এদিন আরেকটি নজির গড়লেন এই ড্যাশিং ব্যাটসম্যান। ছুঁয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানকেও। ১৯৩০ সালে হেডিংলিতে টেস্ট ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নেন ব্র্যাডম্যান। তার ইনিংসটাও ছিল ঠিক ৩৩৪ রানের। ৫৮ বছর পর পেশোয়ার টেস্টে ব্র্যাডম্যানের সেই ইনিংসকে সম্মান জানিয়ে ৩৩৪ রানে অপরাজিত থেকে যান মার্ক টেলর। এবার বাংলাদেশের তামিমও ৩৩৪ রানে অপরাজিত থাকেন। 

আগামীনিউজ/জেডআই/ এনএনআর