হেরে সব আশা শেষ ম্যানচেস্টার সিটির

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২০, ১২:১৬ পিএম
পেপ গার্দিওয়ালার এই ছবিই বলে দিচ্ছে সব শেষ! ছবি: ডেইলি মেইল।

ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পেপ গার্দিওলা বনাম হোসে মরিনহোর দ্বৈরথে চরম উত্তেজনা দেখা গেল। একটা সময় তো দুদলের মধ্যে ধাক্কাধাক্কি আর হাতাহাতিও হয়েছে। প্রথমার্ধে বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম বক্সে হওয়া ফাউল লক্ষ্যই করেননি রেফারি। কিন্তু ভিএআরে ভুলটা ধরা পড়লে রেফারিকে খেলা থামিয়ে ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি দিতে বলা হয়। অসাধারণ দক্ষতায় ইলখাই গুয়ান্দোয়ানের শট আটকান হুগো লরিস।

প্রতিহত হওয়া বল নিয়ে আর একপ্রস্থ ধাক্কাধাক্কি হয়। আবার পেনাল্টির দাবিতে সরব হন সার্জিও আগুয়েরোরা। এবার অবশ্য ভিএআর দেখে পেনাল্টি দেয়া হয়নি। লরিস পেনাল্টি বাঁচানোর পর থেকেই যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে টটেনহ্যাম। বোঝাই যায়নি, তাদের সেরা অস্ত্র হ্যারি কেন চোটের জন্য দলের বাইরে। মরিনহোর টটেনহ্যাম শেষ পর্যন্ত ২-০ গোলে  জিতে যায়। ৬৩ ও ৭১ মিনিটে গোল করেন স্টিভন বার্গ উইজেন ও সন হিউং মিন।

লিগে শীর্ষে থাকা লিভারপুল থেকে অবিশ্বাস্যভাবে ২২ পয়েন্ট পিছিয়ে যাওয়ায় ম্যানচেস্টার সিটির শিরোপার দৌড়ে ফিরে আসার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। এখন লিভারপুলের হাতে শিরোপা ওঠা সময়ের ব্যাপার।

আগামীনিউজ/আরবি/জেডআই/এনএনআর