চেলসি-লেস্টারের দুর্দান্ত ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২০, ১০:১৩ পিএম
ছবি: ডেইলি মেইল।

ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-লেস্টার সিটির মধ্যে দুর্দান্ত এক ম্যাচের দেখা মিলল। শনিবার (১ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর ম্যাচটি শেষ অবধি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে হয়েছে চারটি গোল। লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন অ্যান্তোনিও রুডিগার। ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে লেস্টারকে লিড এনে দেন হার্ভে বার্নস ও বেন চিলওয়েল। চেলসির হয়ে সমতা ফেরানো গোলটিও করেছেন রুডিগার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পায় চেলসি। মাউন্টের ক্রসে লাফিয়ে হেডে বল জালে জড়িয়ে দেন রুডিগার। লেস্টার সমতা ফেরায় এর কিছুক্ষণ পর। ৫৪ মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বার্নসের নেওয়া শট একজনের পায়ে লেগে উঁচু হয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আর ৬৪ মিনিটের মাথায় ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোল করেন ইংলিশ ডিফেন্ডার চিলওয়েল।

লেস্টারের এগিয়ে যাওয়ার আনন্দ বিষাদে পরিণত হতে বেশিক্ষণ লাগেনি। মাউন্টের ফ্রি-কিকে অনেকটা লাফিয়ে হেডে সমতা ফেরান রুডিগার। শেষ দিকে দুটি সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। এ নিয়ে ২৫ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। তাদের অর্জন ৪৯ পয়েন্ট।

আগামীনিউজ/আরবি/জেডআই