ঢাকা : ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই দুঃসময় পার করছিলেন তামিম ইকবাল। নিজেকে ফিরে পেতে বিসিবি থেকে ছুটি নিয়ে বিশ্রামও কাটিয়েছেন। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। এক যুগ পর পাকিস্তান সফর গিয়ে অন্যরা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে ব্যাট হাতে জ্বলে উঠেছেন ড্যাশিং এই ব্যাটসম্যান। ঘরোয় টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) দুর্দান্ত শুরু করেছেন তামিম।
শনিবার বিসিএলের প্রথম রাউন্ডে দ্বিতীয় দিনে পূর্বাঞ্চলের হয়ে দারুন এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের এই ওপেনার। এই প্রতিবেদন তৈরির সময় ১৫৪ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। ১৪৬ বলে ৯ চারে ৮৫ রান নিয়ে খেলছেন মুমিনুল হক। পূর্বাঞ্চল ৬৪ ওভারে তুলে ফেলেছে ১ উইকেটে ২৭৭ রান। হাতে ৯ উইকেট নিয়ে ৬৪ রানের লিড নিয়ে ফেলেছে তারা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে চার দিনের ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এদিন মাঠের চারদিকে রানের ফুলঝুরি ফোটান তামিম। ১৭টি চারের মারে ১২৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের মুখোমুখি হবে টিম টাইগার। বিসিএলে সেঞ্চুরি হাঁকিয়ে তারই প্রস্তুতি সেরে নিলেন তামিম।
আগামীনিউজ/জেডআই