‘এই বাংলাদেশ অসাধারণ, নিউজিল্যান্ড পারবে না’

ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২০, ০৯:১৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বাংলাদেশের স্বপ্নটা চওড়া হয়েছে। এদেশের ক্রিকেটপ্রেমীরা এখন যদি ফাইনালের স্বপ্ন দেখেন সেটি খুব একটা বাড়াবাড়ি হবে না। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে যেভাবে দক্ষিণ আফ্রিকাকে আকবর আলীর দল গুঁড়িয়ে দিয়েছে তাতে স্বপ্ন বড় হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের ২৬২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গিয়েছে মাত্র ১৫৭ রানে। ১০৪ রানের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। 

৬ ফেব্রুয়ারি সেমিতে আকবরদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশ। প্রথমবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ ২০১৬ সালে। ধারণা করা হচ্ছে, এবার মিরাজকে ছাপিয়ে যাবেন আকবর। 

এরকমই ভবিষ্যতবাণি করেছেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস। তাঁর বিশ্লেষণ বলছে, নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশই ফাইনালে যাবে। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ শেষে উইলকিনস বলেন, ‘নিউজিল্যান্ড ওদের হারাতে পারবে না। এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য এই নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই দলটা (বাংলাদেশ) অনেক বেশি ভালো।’

বাংলাদেশ যে পরিপূর্ণ এক দল সেটা মনে করিয়ে দিয়েছেন উইলকিনস। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেমন একইভাবে স্পিন কিংবা পেসার যে যখন পারেন জ্বলে ওঠেন। তাই তো উইলকিনস বলছেন, ‘ওদের বৈচিত্র্য আছে, স্পিন বোলিং অনেক গভীরতা ওদের। রকিবুল না হলে অন্য একজন, সে না হলে আরেকজন...। পেস বোলাররাও বেশ ভালো। আর ওদের ব্যাটিং! যেভাবে ব্যাট করে ওরা, দেখে অনেক পরিপূর্ণ মনে হয়।’ 

নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনালে রুপকথার জন্ম দিয়ে ২ উইকেটে জিতেছে। ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ১৫৩ রানে ৮ উইকেট চলে গিয়েছিল নিউজিল্যান্ডের। সেখান থেকে নবম উইকেটে ৭৬ রানের জুটি কিউইদের ২ উইকেটে জিতিয়েছে। 

কিন্তু উইলকিনস জানিয়েছেন, নিউজিল্যান্ডের রুপকথা বাংলাদেশের সঙ্গে খাটবে না, ‘নিউজিল্যান্ডের যতই রূপকথার মতো গল্প থাকুক-বেনোনিতে ওয়েস্ট ইন্ডিজকে ওরা যেভাবে হারিয়েছে সেই ম্যাচের গল্পটা অনেক সুন্দর, নবম উইকেটে রূপকথার মতো একটা জুটি হলো-তবু আমার মনে হয় না ওদের হাতে যথেষ্ট গোলাবারুদ আছে, যেটা দিয়ে এই বাংলাদেশ দলটাকে হারাতে পারে।’ 

এরপর যোগ করেন, ‘এই বাংলাদেশ দলটা অসাধারণ। আমার মনে হচ্ছে ওরা ফাইনাল পর্যন্ত পুরো পথ পাড়ি দেবে।’

আগামীনিউজ/আরবি/জেডআই