ঢাকা : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চট্টগ্রামের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণাঞ্চলের ফজলে রাব্বি। তাঁর অনবদ্য ১২৬ রানের সুবাদে প্রথমে ব্যাট করে দক্ষিণাঞ্চল অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৬২ রান। এরপর শফিউল ইসলামের তোপে ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়েছে উত্তরাঞ্চল। ৪৬ রান তুলতেই তাদের চলে গিয়েছে ৫ উইকেট। সবগুলো উইকেটই নিয়েছেন বগুড়ার শফিউল।
দক্ষিণাঞ্চলকে ২৬২ রানে গুটিয়ে ব্যাট করতে নেমেছিল উত্তরাঞ্চল। প্রথম বলেই লিটন দাসকে (০) এলবিডব্লুয়ের ফাঁদে ফেলেন শফিউল। তৃতীয় বলে জুনায়েদ সিদ্দিকীকে (২) বোল্ড করে ফেরান তিনি। পরের বলেই বোল্ড মিজানুর রহমান (০)। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শফিউল। কিন্তু পঞ্চম বলে কোনো উইকেট পাননি। শফিউলের শেষ বলে বোল্ড হলেন অধিনায়ক নাঈম ইসলাম (২)।
প্রথম ওভারেই ৪ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। স্পেলের শেষ ওভারে এসে সানজামুল ইসলামের (১৬) উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন শফিউল। ধ্বংসস্তুপের মাঝে ২৬ রানে অপরাজিত আছেন রনি তালুকদার। সঙ্গী তানবীর হায়দার এখনো রানের খাতাই খুলতে পারেননি।
এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে ১২৫ রান করেন ফজলে রাব্বি। ১৬৪ বলে ১৭টি চার ও তিন ছক্কায় এই রান করেন তিনি। ৬৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন মাহমুদউল্লাহ। ৬৭ রানে ৩ উইকেট নিয়েছেন সুমন খান। তাসকিন, ইবাদত ও আরিফুল হক পেয়েছেন ২টি করে উইকেট।
আগামীনিউজ/আরবি/জেডআই