ঢাকা : অনেকটা তড়িঘড়ি করে মাঠে গড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ঢাকা ও চট্টগ্রামে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি এই লিগ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিসিএলের ট্রফি উন্মোচন করা হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। এই ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম। এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণাঞ্চল ২ উইকেটে ৬৩ রান তুলেছে। ফজলে মাহমুদ ৩১ ও শামসুর রহমান ২৩ রান করেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়িয়েছে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচ। টস জিতে এখানেও বোলিং বেছে নিয়েছেন পূর্বাঞ্চল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখার সময় মধ্যাঞ্চল বিনা উইকেটে ৬ রান তুলেছে। সাইফ হাসান ১ ও সৌম্য সরকার ৫ রান নিয়ে ব্যাট করছেন।
দক্ষিণাঞ্চল একাদশ : শাহরিয়ার নাফীস, এনামুল হক, ফজলে রাব্বি, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, আল-আমিন জুনিয়র, নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
উত্তরাঞ্চল একাদশ : লিটন দাস, মিজানুর রহমান, রনি তালুকদার, জুনায়েদ সিদ্দিকী, নাঈম ইসলাম, আরিফুল হক, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, সুমন খান ও তানবীর হায়দার।
মধ্যাঞ্চল একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, রাকিবুল হাসান, তাইবুর রহমান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোহরাওয়ার্রী শুভ।
পূর্বাঞ্চল একাদশ : তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, রুবেল হোসেন, পিনাক ঘোষ, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
আগামীনিউজ/আরবি/জেডআই/এনএনআর