ঢাকা : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম-মাহমুদউল্লাহরা। তার আগে নিজেকে প্রস্তুত করতে চান লাল সবুজ দলের অধিনায়ক মুমিনুল হক। প্রস্তুতির মঞ্চ হিসাবে বিসিএলকে বেছে নিয়েছেন টেস্ট স্পেশালিস্টের তকমা পাওয়া এই ব্যাটসম্যান।
শুক্রবার (৩১ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর। ঘরোয়া ক্রিকেটে লংগার ভার্সনের এই টুর্নামেন্টে খেলে অনুশীলন সারতে চান মুমিনুল। সাদা পোশাকে জাতীয় দলকে মাত্র দুইবার নেতৃত্ব দিয়েছেন তিনি। আইসিসি নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান মাঠের বাহিরে গেলে মুমিনুলের হাতে নেতৃত্ব তুলে দেয়া হয়।
বিসিএলকে সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করে দলগুলো। দিনের অনুশীলন শেষে ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল বলেন, ‘বিসিএলে আমি যে বোলারদের মোকাবেলা করব, টেস্টে তাদের পাব না। হয়তো কাউকে পাব, কাউকে পাব না। আমাকে সেভাবেই মানিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘বিসিএলে যে চারদিনের ম্যাচ হয়, সেটা আমার জন্য ভালো, বিশেষ করে টেস্ট অধিনায়কত্বের জন্য। আমি অধিনায়ক হিসেবে বিষয়টা ভালোভাবে দেখতে পারব। কে কীভাবে খেলে, কে কীভাবে থাকে- এসব। এটা ভালো একটা সুযোগ আমার মনে হয়।’
পাকিস্তানে বিসিএলে অভিজ্ঞতা কতটুকু কাজে দেবে ? এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘টেস্টের আগে সবার একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে ভালো একটা প্রস্তুতি হবে। অবশ্যই কাজে দেবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে যেকোনো একটা টুর্নামেন্ট খেললে সেটা অনেক কাজে দেয়।’
আগামীনিউজ/জেডআই