ইনস্টাগ্রামে ভালোবাসার পোস্ট দিলেন সানিয়া মির্জা

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১৩, ২০২১, ০৪:৫০ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুজনের মধ্যে ভালোবাসার বন্ধনটা বেশ গাঢ় ১১তম বিবাহবার্ষিকীতেও সেটা জানিয়ে দিলেন সানিয়া মির্জা।

ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘আরও অনেকগুলো বছর এভাবেই তোমায় বিরক্ত করতে চাই। ভালো-মন্দ, চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে কাটিয়েছি আমরা। আমার জীবনের সেরা মানুষটিকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা।’

সানিয়ার দুটি ছবির একটিতে নিজের গর্ভাবস্তার স্মৃতি মনে করিয়েছেন। পোস্টটি করার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভারতীয় তারকা।

ছেলের জন্মের পর ২০১৯ সালে টেনিস কোর্টে ফিরেছিলেন সানিয়া। সম্প্রতি তাঁকে কাতার ওপেনে দেখা গিয়েছিল। যেখানে নারী ডাবলসের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন।

আগামীনিউজ/সোহেল