আজকের সংক্ষিপ্ত খবর

নিউজ ডেস্ক এপ্রিল ৫, ২০২১, ০৬:১৩ পিএম
ছবি: আগামী নিউজ

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার, যা কার্যকর হয়েছে সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে। এ পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন মোদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এক পত্রে ড. মোমেনকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ও মতবিনিময়ে তিনি আনন্দিত। অত্যন্ত আকর্ষণীয়ভাবে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪২ (২০২১ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে গণভবন থেকে ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা অনলাইনে বৈঠকে যোগ দেন। 

আইপিএল হবে সূচি অনুযায়ী, শঙ্কা উড়িয়ে সৌরভ

করোনাভাইরাস ঝেঁকে বসেছে ভারতে।  একদিনে করোনাভাইরাস শনাক্তে ফের শীর্ষে দেশটি। রোববার (৪ এপ্রিল) ৯৩ হাজারের বেশি মানুষের প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ অবস্থায় এখন একটাই প্রশ্ন ঘুরছে আইপিএল কি সঠিক সময়ে সূচি অনুযায়ী হবে? ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্রে। গতকাল ৫৭ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে অঙ্গরাজ্যে। মহারাষ্ট্রে রাজধানী মুম্বাইয়ে অবস্থান করছে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির পাঁচ দল। শঙ্কা উড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন সূচিতে কোনো গড়বড় নয়। আইপিএল হবে নির্ধারিত সূচি অনুযায়ী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইতে তিনি সূচি অনুযায়ী আইপিএল হওয়ার কথা জানিয়েছেন।

আগামীনিউজ/নাসির