ঋনের ফাঁদে আটকে গেছে গরিব মানুষ

ড. নিম হাকিম জুন ২৬, ২০২৪, ০৩:৩৯ পিএম

সারা দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ এন,জি ও অন্যান্য সুদিকারবারিদের কাছে জিম্মি হয়ে গেছে এবং নানা ভাবে নির্যাতিত হচ্ছে। কেউ গ্রাম ছেড়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছে,অনেকে আত্মাহত্যা করছে।এক এন জি ও  বা কারবারির থেকে ঋন নিয়ে অন্যের ঋন শোধ করতে যেয়ে একই সাথে ৩/৪ টি এন জি ও বা কারবারিদের   কাছে উচ্চ সুদের ঋনের ফাঁদে আটকে যাচ্ছে।এনিয়ে কোন সাংবাদিক বা পত্রিকা লিখছে না। শুধু নির্যাতিত, আটক বা আত্মা হত্যার খবর ছাপছে।