অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২৩, ১১:০৩ এএম
ফাইল ছবি

ঢাকাঃ দেশের জনপ্রিয় অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে নাভিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট করে নাভিন জানান, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা গেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এ অভিনেত্রী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন তিনি। অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন মিতা চৌধুরী। তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। এছাড়াও বরফ গলা নদী, ডলস হাউজসহ নানা বিখ্যাত নাটকে অভিনয় করেছেন তিনি।

বুইউ