ভূমিকম্প থেকে রক্ষায় যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক নভেম্বর ২৬, ২০২১, ০৪:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পৃথিবীতে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকেন। আল্লাহতায়ালা মাঝে মধ্যে বিভিন্ন বিপদ-আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তার বান্দাদের পরীক্ষা করে থাকেন।

এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ পৃথিবীতে আল্লাহতায়ালার কুদরতের নিদর্শন। ভূমিকম্প তার এ নিদর্শনসমূহের অন্যতম।

মানুষ যখন আল্লাহপ্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয়, তখন এসব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে বলা হয়েছে।

ভূমিকম্পের সময় বেশি বেশি নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় চাইতে বলেছেন ফোকাহায়ে কেরাম।

এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। তাই যেকোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারেন-

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।

অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।

এ দোয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের বড় বড় বিপদ-আপদ থেকে রক্ষা করেন।

এ ছাড়া রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে নিতে পারেন। যে এ আয়াত পড়ে ঘুমাতে যায়, আল্লাহ তাকে, তার পরিবার ও প্রতিবেশীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন।এ আয়াতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি।

আগামীনিউজ/নাসির