রামপুরায় ঘরের ভেতর ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৩, ১১:৫৬ এএম
ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর রামপুরার পূর্ব রামপুরা তিতাস রোড এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি- সংসারে অভাব-অনটনের কারণে দুইজন একসঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

নিহতরা হলেন- মো. জুয়েল (২৮) ও মোছা. নাসরিন আক্তার (২২)। জুয়েল কুড়িগ্রাম জেলার ও নাসরিন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে তারা পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অচেতন অবস্থায় তাদের হাসপাতালে আসা নাসরিনের ভাই টিটু মিয়া বলেন, জুয়েল দিনমজুরের ও নাসরিন বাসাবাড়িতে কাজ করেন। অভাব-অনটনের সংসারে নাসরিনের এক সপ্তাহ ধরে জ্বর এবং জুয়েল এসময় কোনো কাজ না পাওয়ায় দুইজন একসঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। আমরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বুইউ