বায়ুদূষণে ফের শীর্ষ তালিকায় ঢাকা

আগামী নিউজ ডেস্ক জুলাই ১৪, ২০২৩, ১১:৪৭ এএম
ফাইল ছবি

ঢাকাঃ আষাঢ় মাসে টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছিল। বেশ কিছুদিন বায়ুদূষণে শীর্ষে ১০-এর তালিকায় ঢাকার অবস্থান ছিল না। কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বায়ুদূষণে শীর্ষ ৭ নম্বরে উঠে এসেছে ঢাকা।

এদিন সকাল ১০টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের তালিকায় ঢাকার অবস্থান ৭ম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে, এ সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১১৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

একই সময়ে একিউআই সূচকে ২১৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ১৭৬ স্কোর নিয়ে চিনির সান্টিয়াগো রয়েছে দ্বিতীয় স্থানে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ১৬৯ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

এ ছাড়াও শীর্ষ ১০টি শহরের তালিকায় ধারাবাহিকভাবে আছে: ভারতের রাজধানী দিল্লি (একিউআই স্কোর ১৫৪), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৩), ভিয়েতনামের হো চি মিন সিটি (১২০), পাকিস্তানের লাহোর (১০৭), ঘানার আকরা (১০২) এবং পাকিস্তানের করাচি শহর (৯৭)।

প্রতিদিন সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বুইউ