গুলিস্তানে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৩, ০৩:২৪ পিএম

ঢাকাঃ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান (৩২) মারা গেছেন।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, নিহত হাসানের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সোনাপুর এলাকায়। সে ওই এলাকার আবু আহম্মদ সিদ্দিকীর সন্তান ছিলেন।

এর আগে গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বুইউ