তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৩, ০৯:২১ এএম

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ সাঈদ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাঈদ বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষার্থী। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি, আব্দুল্লাহ সাঈদ সনাতন ধর্মের ছিলেন। পরে মুসলমান ধর্ম গ্রহণ করেন। বাবা-মার সঙ্গে তার সম্পর্ক ছিল না। বিজ্ঞান কলেজের মসজিদে ছাত্রদের নামাজ পড়াতেন ওখানেই থাকতেন।

নিহতের বন্ধু তালহা জুবায়ের জানান, আব্দুল্লাহ সাঈদ সনাতন ধর্মের ছিলেন আগে তার নাম ছিল জুয়েল কুমার শীল। বর্তমানে আব্দুল্লাহ সাঈদ। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়ায়।

বুইউ