গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে প্রাণ গেলো চারজনের

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২২, ১১:২৬ এএম

ঢাকাঃ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সকাল সাতটার দিকে গাজীপুরে দগ্ধ টুটুল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই ঘটনায় দগ্ধ অন্যজনের চিকিৎসা চলছে।

গত বৃহস্পতিবার সকালে গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল।

তাদের মধ্যে পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

এ দুর্ঘটনায় দগ্ধ মো. আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এমএম