রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২২, ১২:৪৭ পিএম

ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে কাজল (২৬) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে টিনসেডের বাসায় ঘুমিয়েছিলেন মা ও ছেলে। ভোরে ঘুম থেকে উঠে আম্বিয়া রান্না করতে গেলে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে শরীরে আগুন লাগলে তিনি চিৎকারে করে উঠেন। তখন কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তারও হাত দগ্ধ হয়।

মা-ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক আম্বিয়াকে ভর্তি রাখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, মোহাম্মদপুর থেকে দগ্ধ অবস্থায় এক নারী ও এক যুবক আমাদের এখানে এসেছে। তারা মা-ছেলে। আম্বিয়া খাতুনের শরীরের ৭৫ শতাংশ বার্ন হয়েছে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। আর ছেলে কাজলের সামান্য দগ্ধ হওয়ায় জরুরিভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এমবুইউ