বইমেলায় এলো ‘বঙ্গবন্ধুর রাজ্জাক’

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:৩৩ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের জ্যৈষ্ঠ সন্তান, ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। এসময় বইয়ের লেখক মাহবুবুর রহমান রিপনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শের মানসপুত্র খ্যাত জাতীয় নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের মধ্যকার ঘটে যাওয়া ইতিহাসের নানা অজানা তথ্য উঠে এসেছে বইটির মাধ্যমে। একজন নেতা হিসেবে আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুকে কিভাবে ছায়ার মতো অনুসরণ করতেন এবং সারাদেশে কিভাবে আওয়ামী লীগের কর্মকা- পরিচালনা করেছেন তাও তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আজন্মযোদ্ধা হিসেবে আব্দুর রাজ্জাকের জীবনের ঘটনাপ্রবাহের তথ্য মিলবে বইয়ে।

বঙ্গবন্ধুর রাজ্জাক বইটি প্রকাশ হয়েছে বই পত্র প্রকাশনী হতে। অমর গ্রন্থমেলার ৫১, ৫২ ও ৫৩ নং স্টল হতে বইটি সংগ্রহ করা যাবে।

আগামীনিউজ/এসএসআই