ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদনে ভোগান্তি বাড়বে বহুগুণ

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৩:৫৯ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানী ও আশেপাশের এলাকায় যে কোনও ভবন বা স্থাপনা নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে ছাড়পত্র নিতে হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), পরিবেশ অধিদফতরসহ বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে। সে তালিকায় যুক্ত হচ্ছে সিটি করপোরেশনও। বলা হচ্ছে, নতুন এই ক্ষমতায় সিটি করপোরেশন চাইলে অন্য সব সংস্থার অনুমোদনের পরও যে কোনও প্রকল্প বাতিল করতে পারবে। তবে এর তীব্র বিরোধিতা করছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।

সংগঠনটির বলছে, ভবন নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হলে গ্রাহক ভোগান্তি বাড়বে বহুগুণ। ফাইল আটকে থাকবে মাসের পর মাস। আর্থিক অনিয়মও হবে ভয়াবহ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব শঙ্কার কথা জানান আবাসন খাতের ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি শামসুল আলামিন কাজল, সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানাসহ রিহ্যাব নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ভবন নির্মাণে অনুমোদন নিতে গিয়ে অনেক সময় মাসের পর মাস ফাইল আটকে থাকে রাজউকে। এবার সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে গেলে একই ভোগান্তি হবে দুই জায়গায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহক। বিনিয়োগে বাধার মুখে পড়বেন ব্যবসায়ী।’ সিটি করপোরেশনের এই মুহূর্তে এ ব্যাপারে প্রয়োজনীয় জনবল ও কাঠামো নেই বলেও অভিযোগ করেন তিনি। ফলে ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন তারা।

আগামীনিউজ/এমবুইউ