ডেমরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাকমালিক নিহত

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২২, ০৯:১৫ এএম
প্রতীকী ছবি

ঢাকাঃ রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক ডাম্প ট্রাক মালিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম ডেমরার মেহেন্দিপুর উত্তরপাড়ার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক। তার একটি মেয়ে রয়েছে।

নিহতের মামা মোস্তাক আহামেদ জানান, ডেমরা থানার অদূরে ভোর আনুমানিক ৪টার দিকে ৪ নং গেইট এলাকায় ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে থানার পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসে‌‌। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। তার পেটের নিচের দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি বলেন, সাইফুল নিজেই ট্রাকটির মালিক। তিনি মাঝে-মধ্যে নিজেই ট্রাক চালাতেন। তার চালক ছুটিতে থাকায় গত রাতে নিজে বের হয়েছিল। তার সাথে কারও কোনও শত্রুতা ছিল কি না, তা আমাদের জানা নেই। ওই এলাকায় তাকে অনেকেই চেনেন জানেন। তার ট্রাকটি ঘটনাস্থলে পরে ছিল। ঘটনাস্থল থেকে ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।  

ধারণা করা হচ্ছে, হয়তো কোনও ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে পারে। স্বজনরা বলছেন, সবসময় অন্তত ১০-১৫ হাজার টাকা তার সঙ্গে থাকেই। এখন পুলিশ তদন্ত করে বের করবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছিল নিহতের মামা মোস্তাক আহামেদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে ভোরে হাসপাতালে আনা হয়। পরে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে

আগামীনিউজ/বুরহান