ঢাকাঃ রাজধানী থেকে ২৭০ গ্রাম আইস ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সন্ধ্যায় তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালযয়ে (উত্তর) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
আগামীনিউজ/বুরহান