তুরাগ নদীতে ট্রলারডুবি: আরও এক নারীর মরদেহ উদ্ধার, নিখোজ ১

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১১, ২০২১, ০২:৩৪ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় রুপায়ন (২৪) নামের আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার সময় রাজধানীর বসিলা এলাকার তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে এ ঘটনায় মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে নৌ-পুলিশ জানিয়েছে। 

মৃত রুপায়ন সিলেটের চমক জানের মেয়ে। তারা পরিবারসহ সাভারের সাধাপুরে ভাড়া থেকে কয়লার কাজ করত।

নৌ-পুলিশ জানায়, স্থানীয়রা ওই এলাকায় রুপায়নের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে রুপায়নের মরদেহ উদ্ধার করা হয়। পরে রুপায়নের পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করে।

আমিনবাজার নৌ-থানার পরিদর্শক আলমগীর শেখ বলেন, রুপায়নের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে সাভারে আনা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মরদেহ সাভারে আনা হলে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর ভোরে আমিনবাজারে তুরাগ নদীতে বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ৭ জন নিখোঁজ হয়। ঘটনার দিন দুপুরে তিনজন ও বিকালে দুজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুজনের মধ্যে আজ রুপায়ন নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হলো।

আগামীনিউজ/বুরহান