ঢাকাঃ জেলার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের অসম প্রতিযোগীতায় বাস উল্টে হেলপার নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ওই বাসের অন্তত ১০ যাত্রী।
রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মৌমিতা পরিবহনের একটি লোকাল বাস ও একটি কাভার্ড ভ্যান এক সাথে যাচ্ছিলো ঢাকার দিকে। এসময় বাস কাভার্ড ভ্যানটি ওভারটেকিংয়ের জন্য অসম প্রতিযোগিতা শুরু করেছিলো। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় পৌছলে দ্রুত গতির বাসটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টার করে।
এসময় মহাসড়কের পাশে সওজ এর সংস্কার কাজের জন্য খোরা গর্তে পড়ে বাসটি উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে একজন মারা যান। আহত হয় অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানটিকে জব্দ করা গেলেও উভয়ের চালক পালিয়ে গেছে। আমরা নিহতের পরিবারের সন্ধান করছি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।