সাভারের দুই ভাইকে খুন করেছিলো তাদেরই ফুপাতো ভাই

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি জুন ১৪, ২০২১, ০৫:৫২ পিএম
ছবিঃ আগামী নিউজ
ঢাকাঃ জেলার সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকা থেকে দুই খালাতো ভাইয়ের জোড়া লাশ উদ্ধারের ঘটনায় ফুপাতো ভাই শাহাজালাল (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

সোমবার (১৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (ঢাকা উত্তর) আব্দুল্লাহীল কাফি।

এর আগে ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহাজালাল (২৩) শাহ আলমের ছেলে। সে নিহত রায়হান ও নাজমুলের ফুপাতো ভাই। শাহাজালাল রায়হানদের বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই ভাইকে মদ পান করানো হয়। পরে তাদেরকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের পাটক্ষেতের মধ্যে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শাহাজালাল নামে একজনকে গ্রেপ্তার করা হলেও রবিউল নামে অন্য একজন পলাতক রয়েছে।

পুলিশ সুপার (ঢাকা উত্তর) আব্দুল্লাহীল কাফি বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
 
এ ঘটনায় সাভার মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক রবিউল কে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।