মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানী ডেস্ক জুন ৭, ২০২১, ০৯:০৬ এএম

ঢাকাঃ রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ভোর চারটার দিকে বস্তিতে লাগা আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির হাজারও ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

সোমবার সকাল ৭টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, ৬টা ৩৫মিনিটে ১৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি।