বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:২১ পিএম
ফাইল ছবি

১. বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।-আল হাদিস

২. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না।—এ পি জে আব্দুল কালাম

৩. মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।—মারিও কুওমো

৪. অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।—ডেল কার্নেগি

৫. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।—পীথাগোরাস

আগামীনিউজ/নাসির