বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক আগস্ট ৯, ২০২১, ০১:১২ পিএম
ফাইল ছবি

১.প্রতিবাদ কখনোই গণতন্ত্র নামক ব্যবস্থার বাইরের কিছু নয় বরং গণতন্ত্রের জন্য তা অত্যন্ত জরুরি।
— হাওয়ার্ড জিন

২. যে পাপ নীরবেই হয়ে যায় তার জন্য প্রতিবাদ করা উচিত এবং ভীতুদেরকে মানুষের ভেতর থেকে বের করে আনা উচিত।
— এলা হুইলার উইলকক্স

৩. আমেরিকান গণতন্ত্রের মূল ভিত্তি হলো অন্যায়ের বিরুদ্ধে প্রুতিবাদ করা।
— থারগুড মার্শাল

৪. আমি এ ব্যাপারে আশাবাদী যে প্রতিবাদ লক্ষ্য মোটেও আবার প্রতিবাদ ডেকে আনা নয়। বরং প্রতিবাদের লক্ষ্য হলো নতুন কিছু এনে পরিবর্তন সাধন করা।
— ডে রে ম্যাকেসন

৫. অনেক সময়ই থাকতে পারে যখন আমরা অন্যায় প্রতিরোধ করার জন্য ক্ষমতাহীন থাকতে পারি তবে কখনোই এমন সময় পার করা উচিত নয় যা প্রতিবাদ ছাড়া যায়।
— এলিয়ে উইসেল

৬. যদি বধিরকে শব্দ শোনাতেই হয় তবে সেই শব্দকে হতে হবে অনেক বেশি উচ্চস্বরের।
— ভাগাত সিং

৭. কখনো অন্যায়, অত্যাচারের জন্য নিজের আওয়াজকে রুখে দিও সত্য ও ন্যায়ের কথা বলতে।
— উইলিয়াম ফকনার

৮. একজন দেশপ্রেমিক এর অবশ্যই উচিত হবে দেশের সরকার এর বিরুদ্ধে যেয়ে হলেও নিজের দেশকে বাচানো।
— এডওয়ার্ড অ্যাবেই

৯. সাধারণত একজন প্রতিবাদীই দোষী হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না সে নিজের নিষ্পাপতা প্রমাণ করে।
— লরেন্স যে পিটার

১০. তুমি কখনোই দ্বিতীয় আইন ছাড়া প্রথম সংশোধন এর বিরুদ্ধে প্রতিবাদ করিতে পারবে না।
— পিকচার কোটস