বেলজিয়ামের সড়ক কেড়ে নিল নাইমুলের প্রাণ

প্রবাসী প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২০, ০৮:৪৭ এএম

ঢাকা : বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় নাইমুল (১৬) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) ব্রাসেলসের এক্সেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা গেছে, নাইমুলের জন্ম বেলজিয়ামে। তার বাবার নাম বাবু চেয়ারম্যান। দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়।

আগামীনিউজ/এমআর / এনএনআর