জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রবাস ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:০৮ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জার্মানিতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্লিনে একটি মিলনায়তনে বার্লিন আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) ফারুক খান এমপি ।

সভায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান (মাসুদ) এবং সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি।

ফারুক খান বলেন, ‘মাথাপিছু আয় ও গড় আয়ু থেকে শুরু করে বিভিন্ন সূচকে বাংলাদেশে বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। বাংলাদেশকে মনে করা হয় উন্নয়নের রোল মডেল। দৃশ্যমান উন্নয়ন এখন বাংলাদেশকে আত্মমর্যাদার এক অনন্য জায়গায় নিয়ে গেছে যেটি শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশর প্রধানমন্ত্রী নন তিনি এখন একজন বিশ্বনেতা।’

তিনি প্রবাসে থাকা দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন-মিজানুর হক খান, আব্দুল মালেক, নুরে আলম সিদ্দিক রুবেল, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মো. কুদ্দুস আলী, শাহআলম, শেখ রেদোয়ান, বদিউজ্জান, আবিদ খান লিখন, মোহাম্মদ বেলাল, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন ও আওয়াল খানসহ আরও অনেকেই।