ঢাকাঃ করোনার নমুনা পরীক্ষা জটিলতার কারণে বাংলাদেশি প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না। এবার ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ৫০ প্রবাসীর নমুনা পরীক্ষা শেষে আমিরাতে পাঠানো হচ্ছে।
জানা গেছে, আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে ৫০ প্রবাসী কর্মীকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, পরীক্ষামূলকভাবে ৫০ জনকে করোনা পরীক্ষা করে আমিরাত পাঠানো হচ্ছে।
ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার তাদের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করবে। যদি দুটি পরীক্ষার ফলাফল একই হয় তাহলে প্রবাসীরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, আমিরাতে গিয়ে কারো করোনা শনাক্ত হলে ওই দেশের সরকার তাদের করোনা প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে ওই যাত্রীকে আইসোলশনে বা কোয়ারেন্টিনে রাখতে পারে।