মালয়েশিয়া প্রবাসীরা সাবধান! ১৫ হাজারেরও অধিক অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রবাস ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২১, ০২:০৬ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ১৫ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছে। গত বছরের মে মাসে চালু হওয়া অপারেশন বেনটেংয়ের অধীনে মোট ১৫৭৫৪ জন অবৈধ অভিবাসী, ১১৪৮ জন নৌকাচালক এবং ৭৮১ চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হুসেইন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার হিশামুদ্দিন তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ২৩৮১টি স্থল যানবাহন এবং ৫৪০টি জাহাজ-নৌকাও জব্দ করা হয়েছে। অপারেশন বেনটেংয়ের মূল লক্ষ্য অনুসারে তিনি বলেন, সশস্ত্র বাহিনী অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে, পাশাপাশি কোভিড-১৯ এর বিস্তার রোধে দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ১৯টি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ৭ সেপ্টেম্বর পর্যন্ত আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ২২৩২ জনকে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিসহ (এমএমইএ) ১৯টি সংস্থার সমন্বিত অভিযানে এদের গ্রেফতার করা হয়।