ঢাকাঃ আকাশপথে বিদেশগামীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনা টেস্ট সনদ। কিন্তু ভোগান্তি থেকেই যাচ্ছে, প্রবাসীরা দীর্ঘ সময় দেশে অবস্থান এর ফলে অর্থিক এবং মানসিক ভাবে ভেঙ্গে পড়ে, এদিকে করোনা টেস্টের যে নিয়ম নীতিমালা তা স্বাভাবিক ভাবেই প্রবাসীদের জন্য অনেকটা যন্ত্রণার। বিদেশগামীদের জন্য সুখবর দিলেন বাংলাদেশ সরকার।এখন থেকে বিদেশ যাওয়ার জন্য করোনার টেস্ট করার যে বাড়তি ভোগান্তি তা আর থাকছে না। বিমানবন্দরেই করা হবে বিদেশগামীদের করোনা টেস্ট।এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিদেশগামীদের বিমানবন্দরে কোভিড টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এই টেস্টের ফলাফল ৪-৬ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
এর আগে বিদেশগামী প্রবাসী কর্মীদের সুবিধার্থে ছয় ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট প্রদানের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা দরকার বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ।