বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রবাসীদের আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ফের তিন মাস বাড়িয়েছে কুয়েত সরকার।
স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল কাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, যারা কুয়েতে আছেন তাদের জন্য সব ধরনের ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ।
বৈশ্বিক মাহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এনিয়ে চলতি বছরে তিন দফায় বাড়ানো হলো আকামার মেয়াদ।
একই সঙ্গে ৩০ নভেম্বরের আগে অনলাইনে কুয়েতের ছয় জেলার রেসিডেন্সি অ্যাফেয়ার্স ভিজিট করে এই সময়ের মধ্যে কর্মীদের ভিসা নবায়ন করতে মালিকদের অনুরোধ করা হয়েছে। এছাড়া যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন, তাদের ৩০ নভেম্বরের মধ্যে কুয়েত ত্যাগ করতে সংবাদে উল্লেখ করা হয়েছে।
আগামীনিউজ/এমজামান