স্পেনে করনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক আগস্ট ২৭, ২০২০, ০২:০৬ পিএম
সংগৃহীত ছবি

ঢাকাঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হারুন উর রশিদ (৫৭)। স্থানীয় সময় ২৪ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে দেশটির সেভিয়ার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে স্পেনের মাদ্রিদে স্বপরিবারে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। এ নিয়ে করোনাভাইরাসে স্পেনে ৫ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০ জন, বার্সেলোনায় ২১ জন এবং ভায়াদোলিদসহ অন্যান্য শহরে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

করনার প্রথম দিকের হটস্পট স্পেনে দুইশর বেশি বাংলাদেশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রাজধানী মাদ্রিদে ৬ জন এবং বার্সেলোনায় ৪ জন।

মাদ্রিদের মানবাধিকার সংস্থা ভলিয়ান্তে বাংলার দেয়া তথ্য অনুসারে, মাদ্রিদে বর্তমানে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ১১৩ জন। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ১৪ জন। পর্যটন শহর বার্সেলোনায় বাংলাদেশিদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা অর্ধশতকের ওপরে।

করোনা আক্রান্ত বাংলাদেশি আটটি পরিবার লকডাউনে আছেন। যাদের প্রায় সবাই করোনাভাইরাসে আক্রান্ত। তাদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা সংক্রমিত হয়েছেন এমন আশঙ্কায় পরীক্ষা করিয়েছেন প্রায় দুই হাজার বাংলাদেশি। যাদের শতকরা প্রায় আট শতাংশ কোভিড-১৯ পজিটিভ এসেছে।

ইউরোপের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত দেশের তালিকায় বর্তমানেও স্পেন প্রথমে আছে। আর বৈশ্বিক পরিসংখ্যানে ৬ নম্বরে। এর মধ্যে স্পেনে মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার স্পর্শ করেছে। আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ।

আগামিনিউজ/ড্যানি