ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২০, ০১:২৬ পিএম

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নিজস্ব ভবন উদ্বোধন এবং ওপেন হাউজ ডে উদযাপিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভিয়েনায় বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত চারতলা ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

একই সঙ্গে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর কর্তৃক বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নতুন ভবনে ওপেন হাউজ ডে-এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা।

দূতাবাস এলাকা ৯০০ বর্গমিটার আয়তন জমিতে এতে ২৬৬ বর্গমিটার বিল্ট আপ এলাকা রয়েছে।

আগামীনিউজ/ইমরান/সবুজ