বিএনপির ট্যাক্স না দেওয়ার আহ্বান হাস্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২৩, ০৫:৩৬ পিএম

ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের ভোট পাবে না জেনে বিএনপি নির্বাচন বয়কট করছে। তাদের অসহযোগ ও জনগণকে ট্যাক্স না দেওয়ার আহ্বান হাস্যকর।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর বায়তুল আজিম শহীদী জামে মসজিদে নিজ নির্বাচনী আসন ঢাকা-১২তে প্রচারণায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের এ কার্যক্রম নতুন নয়। তাদের শাসনামলে তারা দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছে। একুশে আগস্ট আমাদের নেত্রীর ওপর গ্রেনেড হামলা চালিয়েছে। ৬৪ জেলায় একযোগ বোমবাজি করেছে। এমনকি কোর্টেও তারা বোমাবাজি করেছে। এবারও তারা একই ধরনের কার্যক্রম করছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। জাজেস কমপ্লেক্সে হামলা করে ভাঙচুর করেছে। তারা যেখানেই যাচ্ছে সেখানেই এ ধরনের কার্যক্রম করছে। 

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, জঙ্গিবাদের উত্থানকালে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। এখন বিএনপি হরতাল-অবরোধের নামে নাশকতা, বাস-ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে। জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করছে। এসবের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা নিশ্চিত হয়ে গেছে এদেশের মানুষ তাদেরকে আর ভোট দেবে না। জনগণ ভোট দেবে না যেনে তারা বিকল্প পথ বেছে নিয়েছে। 

অসহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, তারা জনগণকে বলছে, ট্যাক্স দেবেন না। এটি একটি হাস্যকর দাবি। জনগণ যদি ট্যাক্স না দেয়, তাহলে তারা যে সেবাটা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। এতে দেশ পিছিয়ে যাবে। তারা চাচ্ছে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে। তাদের রাজনীতিই দেশকে পিছিয়ে দেওয়ার রাজনীতি। 

ঢাকা-১২ কে স্মার্ট এলাকা করার ঘোষণা দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিগত সময়ে এই এলাকার অনেক উন্নতি হয়েছে। জনগণ ডিজিটাল হয়েছে। এখন এলাকার মানুষের আরও উন্নয়নের জন্য কাজ করব, যেন তারা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে পারে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মালিবাগ রেলগেট ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং নৌকার পক্ষে ভোট চান।

এমআইসি/