বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম : প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৩, ১১:৩৭ পিএম

চাঁদপুরঃ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা পথ হারিয়েছিলাম। আমরা আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর একটা ধ্বংসস্তূপের মধ্যে যখন ফিরে আসি তখন আমাদের ঘর-বাড়ি কিছুই ছিল না। আমাদের ব্যাংকে সঞ্চয় ছিল শূন্য। সেখান থেকে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সারা পৃথিবী থেকে তিনি সাহায্য পেয়েছিলেন। সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসতো।


শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিতে ভালোবাসতেন। কিন্তু এই ক্ষমায় তাকে যে কতখানি মূল্য দিতে হয়েছে তাও আমরা দেখলাম। আজ বঙ্গবন্ধু নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্ন বেঁচে আছে। বাংলাদেশ থেমে নেই, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তারই দেখানো পথে উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। 

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান।


এসময় উপস্থিত আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এম ইশফাক আহসান সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার প্রমুখ।


এমআইসি