নির্বাচনে বাধা দিলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৩, ১১:১৪ পিএম

ঢাকাঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। আগুন-সন্ত্রাস করে তারা জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে। এখন তারা (বিএনপি) সাধু সেজেছে। আসন্ন নির্বাচনে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি হামলা-মামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি। বরং শেখ হাসিনার সরকার বিরোধিতাকারীদের আরও বেশি সুযোগ-সুবিধা দিয়েছে। এখন সব দলের, সব ধর্মের মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়েই উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে শোক সমাবেশে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।


এমআইসি